গরু চুরির অভিযোগ তুলে দুই মুসলিম গাড়ি চালককে মারধর করলো উগ্র হিন্দুত্ববাদীরা

0
35

ভারতে গরু চুরির অভিযোগ তুলে দুই মুসলিম ট্রাক চালককে তীব্র মারধর করেছে উগ্রবাদী হিন্দুরা। গত ১৮ মার্চ, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একদল উগ্রবাদী হিন্দু মুখ বাঁধা অবস্থায় দুইজন মুসলিমকে মারধর করছে। তারা দুই মুসলিম গাড়ি চালককে জোরপূর্বক ‘গরু আমাদের মা, গরু রক্ষাকারীরা আমাদের পিতা’ স্লোগান দিতেও বাধ্য করে।

এই ভিডিও ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

গত একদশক ধরে গো রক্ষার নামে ভারতে মুসলিমদের মারধর ও পিটিয়ে হত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষত, যেসকল রাজ্যে উগ্রবাদী বিজেপি ক্ষমতায় আছে, সেসকল এলাকায় এই ধরণের ঘটনা বেশি ঘটছে।

এমনকি গরু পাচারের অভিযোগ তুলে এই বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের হরিয়ানায় দুই হিন্দু যুবককে মারধর করে উগ্রবাদী হিন্দুরা। মারধরের শিকার ওই দুই হিন্দু ট্রাক চালক রাজস্থান থেকে উত্তরপ্রদেশের লখনৌ প্রদেশে গরু পরিবহন করেছিল। কিন্তু উগ্রবাদী হিন্দুরা গরু রক্ষার নামে তাদের উপর হামলা চালিয় মারধর করে।


তথ্যসূত্র:
১. Cow vigilantes, Bajrang Dal members attack two Muslim drivers in Ayodhya
– https://tinyurl.com/4569b3hf
2. Video: https://tinyurl.com/y3ta96kj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া || প্রতিশ্রুতি ভঙ্গ করে আদেল জেলা থেকে পালিয়েছে প্রেসিডেন্ট হাসান শেখ
পরবর্তী নিবন্ধপুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখে গ্রেফতার দুই যুবক