
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে বাকলিয়া থানা এলাকার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র:
১. পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখে ধরা খেলেন ২ যুবক
– https://tinyurl.com/yszyafwn