
ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ এর বিরোধিতা করলে ৫০ হাজার রুপি জরিমানা গুনতে হবে। এমন একটি বন্ডে জোরপূর্বক স্বাক্ষর করানো হচ্ছে ইসলামি সংগঠন, মসজিদের ইমাম ও মুসলিম নেতাদের। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি আত্মসাৎ করার জন্য পাশ হওয়া এই বিলের বিরোধিতা যাতে কেউ করতে না পারে, সে উদ্দেশ্যেই প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
গত ৫ এপ্রিল ক্লারিওন ইন্ডিয়া জানিয়েছে, গত ৩০ মার্চ উত্তরপ্রদেশের নয়ডা, লখনৌ, কানপুর ও গাজিয়াবাদসহ বিভিন্ন জেলায় এমন ঘটনার সাক্ষী হয়েছেন মুসলিম সম্প্রদায়। তারা বলছেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করার কৌশল।
নয়ডার এক ইমাম মাওলানা শামসুদ্দিন বলেন, ‘এটি হয়রানি ছাড়া কিছুই নয়। ধর্মীয় নেতাদের ৫০ হাজার টাকার বন্ডে স্বাক্ষর করানো গণতন্ত্র নয়, স্বৈরশাসন।’
লখনৌয়ের সামাজিক সংগঠক অ্যাডভোকেট ফয়জান খান এক মন্তব্যে বলেন, ‘সংবিধান প্রতিবাদের অধিকার দেয়, তবে মুসলিমরা প্রতিবাদ করলেই তা আইনের জন্য হুমকি হয়ে ওঠে কেন?’
কিছু ইমামদের থানায় ডেকে নিয়ে গিয়েছে এবং তাদের সর্তক করা হয়েছে যেন তারা কোনো ধরনের আন্দোলন না উস্কে দেন। অনেকেই চাপে পড়ে মুচলেকা দিতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে। তারা বলছেন, এই বিল মুসলিমদের সম্পত্তি ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেবে। বিলটি সংসদে সম্প্রতি পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত আইনে পরিণত হয়েছে।
তথ্যসূত্র:
1. ‘Should We Not Even Protest?’: Imams Forced to Sign Bonds Over Waqf Bill
– https://tinyurl.com/uunu3naf