ইহুদিবাদী সন্ত্রাসীদের হামলায় লেবাননের সাংবাদিক নিহত

0
28

দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেবাননের আরেকজন সাংবাদিক প্রাণ হারালেন। গত কয়েক মাস ধরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে লেবাননের নিরীহ নাগরিক ও মিডিয়া কর্মীরা নৃশংস হামলার শিকার হচ্ছেন। এবার ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন হাওয়ানা লেবানন নিউজ ওয়েবসাইটের পরিচালক মোহাম্মদ শাহাদা।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ৮ আগস্ট, শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের উপকূলীয় সড়কে ইহুদিবাদী দখলদার পক্ষের একটি ড্রোন হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ জেলার আজ-জাহরানি শহরের সড়কে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়, যাতে একজনের মৃত্যু হয়েছে। এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন, যা ইসরায়েলের সন্ত্রাসী চরিত্রকে আরও একবার উন্মোচিত করেছে।

এনএনএ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ হাওয়ানা, তিনি লেবানন নিউজ ওয়েবসাইটের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও লেবাননে তাদের অবৈধ আগ্রাসন সম্পর্কে সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। তাঁর মৃত্যু বিশ্বে আরও একবার প্রমাণ করেছে, ইহুদিবাদী সন্ত্রাসীরা সত্য ও ন্যায়ের কণ্ঠস্বরকে ভয় পায়।

এই হামলার মাত্র একদিন আগে, ৭ আগস্ট, বৃহস্পতিবার লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ৮ জন নিহত এবং ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন সিরিয়ান শ্রমিকও ছিলেন।

ইসরায়েলের এই সন্ত্রাসী হামলা শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়নি, বরং মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের অধিকারের উপরেও আঘাত হেনেছে। এটি সন্ত্রাসী ইসরায়েলের অবৈধ আগ্রাসন এবং অসহায় মুসলিম জনগোষ্ঠীর ওপর চালিত নির্মম নিপীড়নের এক প্রতিচ্ছবি।


তথ্যসূত্র:
1. Israeli strike kills journalist in southern Lebanon
– https://tinyurl.com/yvptjped

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক
পরবর্তী নিবন্ধকাশ্মীরের কুলগামে ভারতীয় সেনা-স্বাধীনতাকামীদের তীব্র সংঘর্ষ, ২ দখলদার সেনা নিহত