
পাকিস্তানের বান্নু, খাইবার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে দেশটির সামরিক বাহিনীর উপর ৫টি পৃথক হামলার তথ্য নিশ্চিত করেছে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)।
দলটির মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এর দেওয়া তথ্য অনুযায়ী, মুজাহিদিনরা গত ২০ আগস্ট বুধবার সকালে, দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা সীমান্তের বাদশা জান কোট এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। উক্ত এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করেন মুজাহিদিনরা। এসময় মুজাহিদিনরা রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল এবং পিকা/জারকি ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। মুজাহিদদের পরিচালিত এই আক্রমণে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহত এবং বস্তুগত ক্ষতি হয়।
এদিন দুপুরে, মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানে শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে একটি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। অভিযানটি জেলার দুসালি সীমান্তের ফারয়াত এলাকায় ছোট এবং বড় অস্ত্র ব্যবহার করে চালানো হয়। এতে বাহিনীতে ব্যাপক হতাহত এবং বস্তুগত ক্ষতি হয়।
এমনিভাবে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী সীমান্তেও এদিন মুজাহিদিনরা শত্রু সেনাবাহিনীর একটি সামরিক পোস্টে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে সফল আক্রমণ চালান। এই আক্রমণের সময়, পোস্টে দুই থেকে চারজন শত্রু সেনা উপস্থিত ছিল, যারা এই হামলায় নিহত হয়।
এদিকে গত ২১ আগস্ট বিকালে, বান্নু জেলার জানি খেইল এলাকায়, মুজাহিদিনরা শত্রু সেনাবাহিনীর একটি কোয়াডকপ্টার ড্রোন সফলভাবে ভূপাতিত করেন।
এমনিভাবে খাইবার এজেন্সিতে এদিন শত্রু সেনাবাহিনীর উপর স্নাইপার আক্রমণ চালান মুজাহিদিনরা। অভিযানটি তিরাহ উপত্যকায় শত্রু সেনাবাহিনীর আরখাঙ্গা পোস্ট লক্ষ্য করে চালানো হয়। মুজাহিদদের এই স্নাইপার আক্রমণে ঘটনাস্থলে ১ শত্রু সেনা সদস্য নিহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/9ev984s9
– https://tinyurl.com/3fpbajka
– https://tinyurl.com/m2e4jc28
– https://tinyurl.com/5cbt8eeu
– https://tinyurl.com/yc44akwr


