ফাইজাবাদ নগর উন্নয়নে নতুন অধ্যায়: ২২ কোটি ৩৬ লাখ আফগানির প্রকল্প উদ্বোধন

0
29

বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে নগর অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২২ কোটি ৩৬ লাখ আফগানি ব্যয়ে ১৭টি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে কার্যকর অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

বাদাখশান প্রদেশের গভর্নরের উদ্যোগে এবং প্রদেশের খনি অধিদপ্তরের সহযোগিতায় এসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। খনিজ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলো মূলত নগরীর মৌলিক অবকাঠামোগত সমস্যার সমাধানের লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে বাদাখশান প্রদেশের গভর্নর মৌলভী মোহাম্মদ ইসমাইল গজনবী হাফিযাহুল্লাহ বলেন, দেশজুড়ে নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পর এখন জনগণের জীবনমান উন্নয়নে গঠনমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের সময় এসেছে। তিনি এ ধরনের প্রকল্পকে টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এ সময় বাদাখশান প্রদেশের খনি অধিদপ্তরের পরিচালক শফিকুল্লাহ হাফিজী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, ভবিষ্যতে খনিজ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়িয়ে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

ফাইজাবাদ পৌরসভার মেয়র মৌলভী হাবিবুর রহমান মানসুর হাফিযাহুল্লাহ বলেন, প্রকল্পগুলো সম্পন্ন হলে নগরীর প্রায় ৭০ শতাংশ সমস্যা সমাধান হবে। তিনি জানান, এসব প্রকল্পের আওতায় সেতু ও সড়ক নির্মাণ, সড়কবাতি স্থাপন, নগর সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

ফাইজাবাদের বাসিন্দারা এসব উন্নয়ন প্রকল্পের কাজ শুরুকে স্বাগত জানিয়ে এটিকে নগর উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়িত হলে ফাইজাবাদ শহরের সামগ্রিক চিত্রে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।


তথ্যসূত্র:
1. 223 Million Afghani Development Initiative Begins in Badakhshan
– https://tinyurl.com/h3j3nysy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ৭ কাশ্মীরি মুসলমানের সম্পত্তি বাজেয়াপ্ত করল অবৈধ হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বর্তমান স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ: মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ