
কান্দাহারে অনুষ্ঠিত এক স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানের বর্তমান স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি সতর্ক করে বলেন, এই সম্ভাবনাকে যেন কেউ হুমকিতে পরিণত না করে। একই সঙ্গে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে আফগানিস্তানের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান।
৪ জানুয়ারি, রবিবার, কান্দাহারে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কান্দাহারের এক হাজার শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ ইমারাতে ইসলামিয়ার অভ্যন্তরীণ ও বৈদেশিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমাজ সংস্কার, দ্বীনি জ্ঞান বিস্তার এবং সেই বুদ্ধিবৃত্তিক ভিত্তির মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন, যার ওপর দাঁড়িয়ে দীর্ঘ বিশ বছরের দখলদারিত্বের অবসান ঘটানো হয়েছে।
তিনি উপস্থিত আলেমদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের দিকনির্দেশনায় কোমল ভাষা ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ ব্যবহার করতে হবে এবং কঠোরতা থেকে বিরত থাকতে হবে। বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতা আরও স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছেছে। জাতীয় সিদ্ধান্তকে হুমকির মুখে ফেলতে পারে—এমন সব সমান্তরাল রাজনৈতিক ধারা ও কর্মকাণ্ড বিলুপ্ত করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে অগ্রগতি অর্জিত হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনের প্রসঙ্গ টেনে বলেন, একটি নিরাপদ আফগানিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ। ইমারাতে ইসলামিয়ার সক্ষমতা ও দৃঢ় সংকল্প থেকে সব দেশই উপকৃত হতে পারে।
সমাবর্তন অনুষ্ঠানের শেষভাগে আফগান নাগরিকদের আশ্বস্ত করে আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া কখনো জনগণের অধিকার বা অর্পিত আমানতের খিয়ানত করবে না। তিনি দেশব্যাপী নিরাপত্তা ও পুনর্গঠন কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্নাতক শিক্ষার্থী ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়ে নতুন আলেমদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন।
তথ্যসূত্র:
1. Economic Deputy PM Declares Secure Afghanistan a “Major Opportunity,” Urges Global Cooperation
– https://tinyurl.com/2trmwnmt


