
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা মালির জান্তা বাহিনীকে হটিয়ে ১টি সামরিক ব্যারাক এবং ২টি ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়, জেএনআইএম মুজাহিদিনরা মালির দিয়াবালি শহরের উপকণ্ঠে একটি সফল অভিযান পরিচালনা। শহরের উপকণ্ঠে আলাতুনায় নামক এলাকায় মালির জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। মুজাহিদদের এই অভিযানে জান্তা বাহিনী পরাজয় বরণ করে এবং মুজাহিদিনরা সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নেন।
এমনিভাবে গত ৩ জানুয়ারি শনিবার সকালে, জেএনআইএম মুজাহিদিনরা সেগু রাজ্যের ডুগুফিরি শহরের উপকণ্ঠে ২টি পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় মুজাহিদিনরা শহরের উপকণ্ঠে অবস্থিত জান্তা বাহিনীর ২টি ঘাঁটিতে তীব্র আক্রমণ চালান এবং সেগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5e7te8yc
– https://tinyurl.com/3nvxys87


