
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), গত ২১শে জানুয়ারি বুধবার একটি ইনফোগ্রাফি প্রতিবেদন প্রকাশ করেছে। আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দলটির মুজাহিদিনরা ১৪৪৭ হিজরির রজব মাসে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের ৪টি দেশের জান্তা বাহিনীগুলোর বিরুদ্ধে অন্তত ৯৪টি সামরিক অপারেশন পরিচালনা করেছেন।
পশ্চিম আফ্রিকার দেশ মালি, বুরকিনা ফাসো, নাইজার ও বেনিনের মতো দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে আল-কায়েদা শাখা (জেএনআইএম) মুজাহিদিনরা তাদের সামরিক ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করেছেন। এই ধারাবাহিকতায় দলটি মুজাহিদিনরা চলতি ১৪৪৭ হিজরি সনের গত রজব মাসে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোর জান্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ৯৪টির বেশি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এসকল অভিযানের মধ্যে রয়েছে জান্তা বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান এবং ঘাঁটিগুলো লক্ষ্য করে মুজাহিদদের ৫৯টি সম্মুখ যুদ্ধ, ১১টি সমন্বিত (অ্যাম্বুশ) সামরিক অপারেশন, অন্তত ২২টি স্থানে শত্রুর বিরুদ্ধে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ এবং ২টি ক্ষেপণাস্ত্র হামলা।
মুজাহিদিনরা বীরত্বপূর্ণ এসকল অভিযানের মাধ্যমে শত্রু বাহিনীর কয়েক ডজন সামরিক অবস্থান ও ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে শত্রু বাহিনীর বিভিন্ন ধরনের ১৭টিরও বেশি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। এই বিজয় অভিযানগুলো শেষে মুজাহিদিনরা জান্তা বাহিনী থেকে ৪টি সামরিক যান, ৩৮টি মোটরসাইকেল, ১০টি আরপিজি, ১১১টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং অসংখ্য গোলাবারুদ ও সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। এছাড়াও কয়েকটি অবস্থানে মুজাহিদদের ভারী আক্রমণে অন্তত ৮৬ শত্রু সেনা নিহত এবং একাধিক সৈন্য বন্দী হয়েছে।


