গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ ১১ ফিলিস্তিনি শহীদ

0
17

গাজায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে দুইজন শিশু ও তিনজন সাংবাদিক রয়েছেন। ২১ জানুয়ারি, বুধবারের এই হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানান, বুধবার যে গাড়িতে হামলা চালানো হয়, সেখানে নিহত তিন আলোকচিত্রী মিশরের গাজা ত্রাণ কার্যক্রম তদারককারী ‘ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফ’–এর হয়ে কাজ করছিলেন।

নিহত সাংবাদিকরা হলেন আনাস ঘুনাইম, আবদুল রউফ শাআথ ও মোহাম্মদ কেশতা। সহকর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তারা গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডরের কাছে একটি নতুন বাস্তুচ্যুত মানুষের শিবিরের চিত্র ধারণ করছিলেন। এ সময় তাদের গাড়িটি লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় আরও একজন নিহত হন।

মধ্য গাজায় আরেকটি হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে এক শিশুও রয়েছে। আল-আকসা শহীদ হাসপাতাল সূত্র জানিয়েছে, পূর্ব দেইর আল-বালাহে ইসরায়েলি হামলায় এক বাবা, তার ছেলে এবং পরিবারের আরেক সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণ গাজায় ১৩ বছর বয়সী এক কিশোর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এ ছাড়া খান ইউনিসের কাছে পৃথক এক হামলায় ৩২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গাজার উত্তরে আরও দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে সন্ত্রাসী ইসরায়েল।


তথ্যসূত্র:
1. Three journalists among 11 Palestinians killed in Israel’s attacks on Gaza
– https://tinyurl.com/yc3amr5d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবস্ত্রশিল্পে বাংলাদেশের ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গিলে খাচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৪র্থ  সপ্তাহ, জানুয়ারি ২০২৬ ||