রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) নামের দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী (বিএসএফ)।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরহাদপুর নির্মল চরের নিচ হতে ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে যায়।
আটককৃতরা উপজেলার প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী।
মাটিকাটা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য মো. নয়ন আলী জানান, ওই দুই জেলে বাংলাদেশের অভ্যান্তরে নির্মল চর এলাকায় মাছ ধরে ফেরার পথে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনীর (বিএসএফ) গুণ্ডারা তাদেরকে টেনে হিচড়ে নিয়ে চলে যায়।
বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ সন্ত্রাসীরা দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এর আগেও গত ২৩ নভেম্বর দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ঘাস কাটার সময় ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের পরও ফেরত না দিয়ে তাদের ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানায় সোপর্দ করে বিএসএফ।
সূত্র– পিপিবিডি নিউজ।