সিএএ নিয়ে প্রতিবাদ করার শাস্তি! এবার রাজ্যের খাতে কোন বরাদ্দ নেই!

0
779

 ২০২০–র পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়ে গেল। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু শেষমেশ রাজ্যের খাতে কোনও টাকাই বরাদ্দ করা হল না।
শনিবার দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল সংসদে। টাকা বিতরণী শুরু হল বেলা ১১টা থেকে। মনে অনেক আশা নিয়ে বাংলা সেই সকাল থেকে অপেক্ষায়  কিন্তু টাকা আর দিলেন না। রাজ্যের খাতে কিছুই পড়ল না। একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হল শুধু। কলকাতার জাদুঘরের জন্য স্বল্প টাকা বরাদ্দ করা হল। তবে কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা জানাননি অর্থমন্ত্রী। এদিকে, পূর্বের আরেক রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে একটি আদিবাসী মিউজিয়াম বানানো হবে বলেও জানান তিনি। কিন্তু আদিবাসী মিউজিয়ামের কাজই বা কবে থেকে শুরু হবে তাও ধোঁয়াশা।
‌এর মাঝেই কেন্দ্রের এই কাণ্ড দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, নতুন নাগরিক আইন নিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্যেই কি কেন্দ্র পশ্চিমবঙ্গকে এই শাস্তি দিল?‌     ‌‌

সূত্র: আজকাল

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | ইদলিবে কুফ্ফার ও মুরতাদ বাহিনীর উপর আনসারুত তাওহীদের হামলা!
পরবর্তী নিবন্ধথামছে না সীমান্তহত্যা: বিএসএফএর গুলিতে নিহত আরও এক বাংলাদেশি