বাংলাদেশি দোকানীকে পিটিয়ে হত্যা করল ভারতীয় ২ যুবক

0
1413

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় আনোয়ার হোসেন আনু নামে এক দোকানীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। পাওনা টাকা দেয়ার কথা বলে শনিবার বিকালে সীমান্তের জিরো পয়েন্টে (নো ম্যানস্ ল্যান্ড) ডেকে নিয়ে ভারতীয় দুই যুবক তাকে পিটিয়ে হত্যা করে। খবর- কালের কণ্ঠ

নিহত আনোয়ার কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সেতু মিয়ার পুত্র। বাড়ির পার্শ্ববর্তী সংলগ্ন হানকিজলা এলাকায় চা-পানের দোকান চালাতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় দোকান হওয়ায় বিভিন্ন সময় আনোয়ার হোসেনের কাছ থেকে বাকিতে চা-সিগারেটসহ অন্যান্য খরচ নিতে ভারতীয় নাগরিক ফারুক ও কামরুল। তাদের কাছে বেশ কিছু টাকা বকেয়া জমা হওয়ায় আনোয়ার সে টাকা ফেরত চায়। এ নিয়ে ফারুক-কামরুলের সাথে তার বিরোধ সৃষ্টি হয়।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল বলেন, শনিবার বিকাল ৩টার দিকে দোকান বাকির টাকা ফেরত দেয়ার কথা বলে আনোয়ারকে সীমান্তের ২০৭৮ নং পিলারের কাছাকাছি জিরো পয়েন্টে ডেকে নেয় ফারুক ও কামরুল। সেখানে নিয়ে তাকে বেধড়ক পিটুনি দেয় ভারতীয় এ দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যায় আনোয়ার। পরে তার লাশ সীমান্তের ভারতীয় অংশে ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়।

সন্ধ্যায় হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি বড়জ্বালা ক্যাম্পের ইনচার্জ তাজুল ইসলাম। তিনি জানান, লাশ ভারতীয় সীমান্তের কমপক্ষে ১০-১২ গজ ভিতরে পড়ে আছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ যুদ্ধের আসল ইতিহাস অজানাই থেকে যাবে: নথিপত্র ধ্বংস করেছে ভারত!
পরবর্তী নিবন্ধবিশ্বমানবতার জন্য এক লজ্জাজনক অধ্যায়