পাকিস্তানের ইসলামাবাদে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একে আপাতত দুর্ঘটনাই মনে করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানান।
গতকাল বুধবার (১১ মার্চ) আসন্ন সামরিক কুচকাওয়াজের জন্যে অনুশীলনকালে এটি বিধ্বস্ত হয়। সূত্র: বাসস
বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২৩তম মার্চ প্যারেডের অনুশীলনের সময়ে ইসলামাবাদের শাকারপারিয়ানে পিএএফ এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তান ডে উপলক্ষে চলতি মাসে বার্ষিক সমারিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির সামরিক বাহিনীর অস্ত্র সরঞ্জামে এফ-১৬ খুবই মূল্যবান প্রতিরক্ষা হাতিয়ার হিসেবে বিবেচিত। দেশটির প্রায় ৫০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। এর একেকটির মূল্য চার কোটি ডলার।