৯ দিন অনাহারে-অর্ধাহারে রিকশাচালক সিরাজ

0
938
৯ দিন অনাহারে-অর্ধাহারে রিকশাচালক সিরাজ

চট্টগ্রামের চন্দনাইশ সদরের মীর বাড়ি এলাকার মৃত লালুমিয়ার বড় ছেলে প্রতিবন্ধী মোহাম্মদ সিরাজুল ইসলাম (৬০) গত সাত মাস আগে ঋণ নিয়ে একটি অটোরিকশা ক্রয় করেন। কিস্তির টাকা এখনো শেষ হয়নি। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সরকার সকল যান-পরিবহন বন্ধ রেখেছে। তার জন্য গত ৯ দিন ধরে রিকশা চালাতে পারেনি প্রতিবন্ধী সিরাজ।

সরকার খেটে খাওয়া ও রিকশাচালক শ্রমিকদের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর কথা বললেও সরেজমিনে তার চিত্র অন্যরকমই। এ রকম শত হতাভাগার কপালে জোটেনি এক মুঠো চাল। এ রকম চন্দনাইশের শত শত রিকশাচালক, দিনমজুর, মধ্যবিত্ত পরিবার না খেয়ে অর্ধাহারে জীবন যাপন করছে বলে একাধিক সূত্রে জানা যায়।

রিপোর্টঃ কালের কন্ঠের

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন