ত্রাণের চাল উদ্ধার করা হলো ইউপি মেম্বারের কাছ থেকে

0
778
ত্রাণের চাল উদ্ধার করা হলো ইউপি মেম্বারের কাছ থেকে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সংরক্ষিত ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নিলুফা আক্তারের এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় বুধবার বিকেলে তাকে এ সাজা প্রদান করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চর ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়ি থেকে বুধবার বিকেলে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। ওই চাল সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন নিলুফা আক্তার। পরে ত্রাণের চাল গোপনে মজুদ রাখার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই ইউপি সদস্যকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
সূত্র: কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাল আত্মসাত করলো দুই সন্ত্রাসী যুবলীগ নেতা
পরবর্তী নিবন্ধকরোনা আক্রান্ত নারীকে পালাতে সাহায্য করলী সন্ত্রাসী আ.লীগ নেতা