শাম | সন্ত্রাসী রাশিয়া ও আসাদ বাহিনীর উপর্যুপরি বিমান হামলায় নিহত ২, আহত অসংখ্য

0
1055
শাম | সন্ত্রাসী রাশিয়া ও আসাদ বাহিনীর উপর্যুপরি বিমান হামলায় নিহত ২, আহত অসংখ্য

চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ক্ষেপণাস্ত্র-গোলার আঘাতে ধসে পড়া ভবনের ইট-বালুর ধুলায় বিধ্বস্ত পুরো সিরিয়া।নির্মমতাই এখানে বাস্তবতা।ক্রুসেডার রাশিয়া ও কুখ্যাত শিয়া ইরান-আসাদ জোট প্রতিনিয়তই সিরিয়ায় মানবতাবিরোধী এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গত ১৫জুলাই রাতে সিরিয়ার হামা ও আশেপাশের বেশ কয়েকটি এলাকায় সন্ত্রাসী রাশিয়া ও আসাদ বাহিনী উপর্যুপরি বিমান হামলা চালায়। হামলায় শিশু সন্তানসহ এক পিতা নিহত হয়েছেন। সিরিয়া হুয়াইট হেলমেট সিভিল ডিফেন্স জানিয়েছেন,হামলায় আরো অনেকেই গুরুতর আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

হামলার অংশ হিসেবে সন্ত্রাসী জোট আলেপ্পো ও ইদলিবেও হামলা চালায়।গতকাল বিকেলে আলেপ্পোর আল-বাব এলাকায় বোমা হামলায় চালায়।ফলে এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক রয়েছে।

অন্যদিকে, আজ সকালে ইদলিবের আল-বারা এলাকায় কমপক্ষে ১৪ টি মিসাইল নিক্ষেপ করে।এসব হামলায় অসংখ্য মুসলিম হতাহত হয়েছেন। তার মধ্যে একজন মহিলার অবস্থা খুবই আশংকাজনক রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ২৮ || জুলাই ২য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধআল-আকসা মসজিদের গেট বন্ধের নির্দেশ দিয়েছে ইহুদীবাদী ইসরাইলের আদালত