মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফরাসি ম্যাগাজিন শার্লি এবেদোয় অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিক্রিয়ায় সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে সংয়ুক্ত আরব আমিরাত।
জার্মান দৈনিক ডাই ওয়েল্ট-কে দেয়া এক সাক্ষাৎকারে আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ ম্যাকরনের পক্ষে সমর্থন দিয়ে বলে, মুসলিমদের আরো বেশি ‘সংমিশ্রণ’ দরকার। সে যা বলেছে তা সম্পূর্ণ সঠিক।” গারগাশ বলেছে, পশ্চিমা সমাজে মুসলমানদেরকে আরো ভালোভবে মিশতে হবে।
ফ্রান্সে মুসলিমদের বসবাসকে ফরাসি প্রেসিডেন্ট ভালো চোখে দেখছে না- এমন বাস্তবতাকেও আনোয়ার গারগাশ নাকচ করে দেয়।
ভাই মালির মুজাহিদদের কি হয়েছে তাদের বেপারে কোন খবর নাই কেন