শপিংমলে চাকরির জন্য নড়াইল থেকে ঢাকায় এসেছিলেন তরুণ তুর্কি মুন্না ওরফে সংগ্রাম (২০)। বুধবার ভোরে গাবতলী নামেন। এরপর রিকশা করে মিরপুর যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে মিরপুর এক নম্বর ঈদগাহ মাঠের কাছে কয়েকজন দুর্বৃত্ত তাঁর রিকশা আটকায়। তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নিহত সংগ্রামের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁকে কে বা কারা খুন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংগ্রামের বাড়ি নড়াইলের সদর উপজেলায়। তিনি উচ্চমাধ্যমিক পাস।
শপিংমলে চাকরির জন্য ঢাকা এসেছিলেন তিনি। সকাল ১০টায় মিরপুর ১০ নম্বরে ও দুপুর ১২টায় পল্লবীতে চাকরির সাক্ষাৎকারের কথা ছিল তাঁর।
ভোরে গাবতলী বাসস্ট্যান্ডে নেমে মিরপুরে বন্ধু রহমতউল্লাহর কাছে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি ছুরি মেরে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে মারা যান।
ইন্নালিল্লাহ আল্লাহ সকলকে নিরাপদে রাখুন!