৩৯ বেসামরিক আফগানকে ঠাণ্ডা মাথায় খুন করেছে অস্ট্রেলীয় সেনারা

0
1275
৩৯ বেসামরিক আফগানকে ঠাণ্ডা মাথায় খুন করেছে অস্ট্রেলীয় সেনারা

আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ট্রেলিয়ান সেনারা। এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে অস্ট্রেলিয়া সরকারের নিজস্ব তদন্ত প্রতিবেদনে। বৃহস্পতিবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে এই তদন্ত শুরু করে দেশটির কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের মধ্যে হত্যাকাণ্ডের প্রতিযোগিতা হত্যাকাণ্ড এবং ‘রক্তের লালসা’ পরিলক্ষিত হয়েছে।

আফগানিস্তানে সংঘটিত এসব হত্যাকাণ্ডের জন্য ১৯ জনের ব্যাপারে তদন্ত করতে অস্ট্রেলিয়ার পুলিশ বাহিনীর প্রতি সুপারিশ করেছে দেশটির সামরিক বাহিনী।

অভিযুক্ত ১৯ জনের সবাই অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের সদস্য। তাদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে বিভিন্ন খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ডসহ অন্তত ৩৬টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা বন্দী, কৃষক কিংবা সাধারণ আফগান নাগরিক ছিলেন।

২০১৬ সালের মার্চে এই তদন্ত কাজ শুরু হয়। চার বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার এর প্রতিবেদন প্রকাশিত হলো।

সূত্র: আল জাজিরা, সিএনএন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগে একবছর বন্দী থাকার পর জামিনে মুক্তি
পরবর্তী নিবন্ধকাশ্মীর |’পরকালের ভ্রমণকারীরা’ শিরোনামে আনসার গাজওয়াতুল হিন্দের নতুন ভিডিও প্রকাশ