৩৭ জন সাংবাদিকের আইফোন সাইবার হামলার শিকার হয়েছে। তাদের অধিকাংশই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় কর্মরত।
রবিবার এক প্রতিবেদনে সিটিজেন ল্যাব জানায়, আইমেসেজের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা সাংবাদিকদের আইফোন হ্যাক করে। ফোনগুলোর পাসওয়ার্ড, মাইক্রোফোন অডিও এবং ছবিতে প্রবেশ করে।
তবে ঠিক কী কারণে এ হ্যাকের ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি।
ইউনিভার্সিটি অব টরেন্টোর এই গবেষণা ল্যাবের অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সৌদি আরব এবং আরব আমিরাত থেকে এই সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের স্পাইওয়্যার ব্যবহার করা হয়।
হ্যাকিংয়ের শিকার রানিয়া দ্রিদি জানান, নারী অধিকার, সৌদি আরব এবং আরব আমিরাত নিয়ে সমালোচনার কারণে তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন বলে মনে করছেন। এ সাংবাদিক আল আরাবিতে কর্মরত।
তবে অ্যাপল জানায়, সিটিজেন ল্যাবের কাজ স্বাধীনভাবে তদন্ত করে দেখার সুযোগ নেই তাদের। তবে ব্যবহারকারীদের সবসময় আইওএসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয় বলে আরও জানায় কোম্পানিটি।
প্রিয় ভাইয়েরা আমার!
দাওয়াহ ইলাল্লাহ ওয়েবসাইটের কি হল?
কি তাগুত্বদের নখরাঘাতে ছিন্ন হয়ে যায়নি তো??
হে আল্লাহ আমাদের মুজাহিদ ভাইদের শ্বাস নেওয়ার জায়গা জিহাদী ওয়েবসাইটগুলোকে সংরক্ষণ করুন, ,,,আমীন!!!
অভিন্ন পথের দরদী যাত্রী,,,