জনগণের গাছ, চেয়ারম্যানের কাছ থেকে কেনে মেম্বার

0
873
জনগণের গাছ, চেয়ারম্যানের কাছ থেকে কেনে মেম্বার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম হারুন-আর রশীদ পিনু বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু উপজেলার রাতইল বাজারের পশ্চিম পাশে নদীর পাড়ে সরকারি জায়গা থেকে দুটি গাছ বিক্রি করেন তিনি। একই ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য আনিসুজ্জামান মুন্না মোল্লার কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন চেয়ারম্যান।

ইউপি সদস্য মুন্না মোল্যা বলেন, আমি ২২ হাজার টাকায় গাছ দুটি চেয়ারম্যানের কাছ থেকে কিনেছি। সরকারি জমির গাছ কিনা, তা আমি জানি না। তবে ওখানকার অধিকাংশ জমি খাস বলে জানি।

ইউপি চেয়ারম্যান বি এম হারুন আর রশীদ পিনু বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, তারাইল ভূমি অফিস থেকে একটি প্রতিবেদন পেয়েছি। অনুমতি ছাড়া সরকারি জমির এ গাছ ইউপি চেয়ারম্যান কিভাবে বিক্রি করলেন, আর ইউপি সদস্য তা কিভাবে কিনলেন। কালের কণ্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতার জামিন
পরবর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির স্নাইপার হামলায় নিহত এফসি কর্মী