রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার মামলায় ওয়ার্ড যুবলীগ সাবেক সভাপতি শাহাব উদ্দিন ও তার সহযোগী মাসুদ ওরফে চায়না মাসুদকে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিন দিয়েছে আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ জামিনের আদেশ দিয়েছে।
শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।
শাহাব উদ্দিন ঢাকা দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। শাহাব উদ্দিনসহ তার অন্তত ১৫ জন সহযোগী বঙ্গবাজার কমপ্লেক্স, মহানগর মার্কেট ও আদর্শ মার্কেট অবৈধভাবে দখলে রাখে। গত ৩০ ডিসেম্বর লাঠি, রড, চাকু ও কাঠসহ তার লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজার কমপ্লেক্স সমিতির অফিস ভাঙচুর করে এবং ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এঘটনায় মাসুদ আলম নামে এক ব্যবসায়ী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। আমাদের সময়