দুই সপ্তাহে ৩০ শিশুসহ ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার দখলদার ইসরায়েলের

0
700
দুই সপ্তাহে ৩০ শিশুসহ ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার দখলদার ইসরায়েলের

গত দুই সপ্তাহে ৩০ জন শিশুসহ ২৫০ জন ফিলিস্তিনকে গ্রেফতার করেছে দখলদার জালিম ইসরায়েল। ‘প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার’স স্টাডিজ’ এর বরাতে এ সংবাদ দিয়েছেন ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদুস নিউজ নেটওয়ার্ক।

সংস্থাটির প্রধান রিয়াদ আল আশকার জানিয়েছেন, ‘সম্ভবত গত বছরের চেয়ে এবছর ফিলিস্তিনিদের ভাগ্য ভালো হবে না। কারণ দখলদার ইসরায়েল এবছর গ্রেফতারের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। মাত্র জানুয়ারি মাসেই ফিলিস্তিনিদের ২৫০ জনকে গ্রেফতার করেছে। যা খুবই ভয়াবহ এবং চিন্তার বিষয়’।

তিনি আরও বলেছেন, ‘ইহুদিরা ১৮ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্যবস্তু করেছে। এদের মধ্যে কনিষ্ঠতম শিশুর বয়স মাত্র ১৮ বছর। প্রতিদিনই ফিলিস্তিনিদের গ্রেফতার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন কোন দিন নেই যেদিন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আগ্রাসন ও গ্রেফতার অভিযান চালাচ্ছেনা’।

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের চিকিৎসার অবহেলার বিষয়টি নতুন নয়। এ মাসেই ইসরায়েলের কারাগারে ৩৭ বছরের যুবক হোসেন মাসালমেহ বিনা চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান, উল্লেখ করেন রিয়াদ আল আশকার।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান কর্তৃক কাবুল বাহিনীর উপর বিমান হামলা, হেলিকপ্টার ধ্বংস
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | তালেবানের শহীদ ব্যাটালিয়ন থেকে একদল যুবকের স্নাতক ডিগ্রি অর্জন