হাটহাজারীতে ছাত্রদের উপর পুলিশের গুলি

1
1330
হাটহাজারীতে ছাত্রদের উপর পুলিশের গুলি

 ভারতের প্রধানমন্ত্রী কসাই নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে আজ বাদ জুমা।

খবর পেয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। সে বিক্ষোভ মিছিলে হামলা করে পুলিশ। এতে এখন পর্যন্ত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান  নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাটহাজারীর আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিরা রাস্তায় বিক্ষোভে নামেন। এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মুসুল্লিদের।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে আজ শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল সরকারের মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি
পরবর্তী নিবন্ধমোদিবিরোধী বিক্ষোভে উত্তপ্ত বায়তুল মোকাররম, মুসল্লিদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ