ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বুসরহাট পৌরসভা এলাকায় ওয়াজ মাহফিল বন্ধ করায় প্রশ্ন রেখে বলেছেন, কীর্তন হলো সেখানে বাধা দিল না,ওয়াজ কেন বন্ধ করল?
তিনি বলেন, ৮ নম্বর ওয়ার্ডে ক্ষীরত মাজন বাড়িতে আয়োজিত কীর্তন অনুষ্ঠানে যোগদান করেছি, পরিদর্শন করেছি। সেখানে স্বাস্থ্যবিধি মেনে তারা কীর্তন করেছে। আর গতকালকে আমি বসুর পৌরসভা ৭নং ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিল করার জন্য পারমিশন দিয়েছিলাম।
কিন্তু আমি কেন পারমিশন দিলাম- এ কারণে আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। শুধু ওয়াজ মাহফিল বন্ধ করে তারা ক্ষান্ত হচ্ছে না। আমি বসুরহাট পৌরসভার মেয়র। কিন্তু আজকে সাধারণ পুলিশ অফিসার দিয়ে আমাকে অপমান করাচ্ছে। নানাভাবে লাঞ্ছিত করছে। বুধবার সকাল ১১টায় বসুরহাট বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারা আজকে কেন ওয়াজ বন্ধ করেছে? আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হোন। কী জন্য ওয়াজ বন্ধ করেছে জবাব দিতে হবে। কেন তারা ওয়াজ বন্ধ করল? কীর্তনের দিন কীর্তন হলো, আমি সেখানে গেলাম। সেখানে অনেকক্ষণ ছিলাম। কিন্তু সেখানে বাধা দিলো না। ওয়াজ কেন বন্ধ করল? শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করেছে। এভাবে নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন।
আজকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তারা এই কাজ করছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিচার একদিন কোম্পানীগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ একদিন করবে, আল্লাহ একদিন করবে। আল্লাহর বিচার বড় বিচার।
উল্লেখ, কাদের মির্জা মুরতাদ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
কাদের মির্জা কিছুদিন আগে মাহফিলের হুজুরকে জেলে পাঠিয়েছে,😵😵এখন আবার মাহফিলের পক্ষে গেলো।😬😬😬কিছুতো বুঝলাম না!😂