খোরাসান | তালেবানের হামলায় মুরতাদ বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রুসহ ৪ সেনা সদস্য নিহত

0
865
খোরাসান | তালেবানের হামলায় মুরতাদ বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রুসহ ৪ সেনা সদস্য নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান মুজাহিদীনদের হামলায় মুরতাদ কাবুল বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ কতক সেনা সদস্য হতাহত হয়েছে।

তালেবানের সামরিক মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি হাফিযাহুল্লাহ্ জানিয়েছেন, ৩১ এপ্রিল বুধবার, মুরতাদ কাবুল সরকারি বাহিনীর একটি ‘ব্ল্যাক হক’ (UH-60 Black Hawk) হেলিকপ্টার মুজাহিদীনদের আক্রমণ করতে হেলমান্দ প্রদেশের ওয়াশির জেলায় প্রবেশ করে। তখন মুজাহিদীনরা এটিকে ভারী অস্ত্র দিয়ে টার্গেট করে হামলা চালান এবং এটিকে ভূপাতিত করেন।

সূত্র আরো জানায়, এসময় হেলিকপ্টারে থাকা মুহাম্মদ ওয়ালি হাকমান নামের মুর‍তাদ বাহিনীর এক কমান্ডার এবং ৪ সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে পাইলট ও ক্রু সহ আরো কতক মুরতাদ সেনা সদস্য।

IMG-20210401-162942-781

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মসজিদে ঢুকে ইমামের উপর হামলা
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || মার্চ ৪র্থ সপ্তাহ, ২০২১ঈসায়ী ||