মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

2
1112
‘শিশু’ বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আলোচিত বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ওই মামলার প্রস্তুতির কথা সমকালকে জানিয়েছে সন্ত্রাসী র‌্যাবের একটি সূত্র।

মুরতাদ বাহিনীরা উনাকে রাত ৩ টা বাজে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দুপুর পর্যন্ত উনার কোন খোঁজ খবর ছিল না। পরে সর্বদিক থেকে মাফিয়া বাহিনীর বিরুদ্ধে গুম করার অভিযোগ উঠায় চাপের মুখে আজ দুপুরে নেত্রকোনা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক দেখায়।

গত ২৫ মার্চও রাজধানীর শাপলা চত্বরে কসাই মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করেছিল মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

 

2 মন্তব্যসমূহ

  1. আসসালামু আলাইকুম, ভাই আমি আপনাদের ওয়েব সাইটে আপলোড করা পিক ও কনটেন্ট ব্যাবহার করে YouTube এ ভিডিও আপ্লোড করি। এখানে আপনি টেক্সট আকারে নিউজ প্রকাশ করেন আর আমি YouTube এ আপনাদের টেক্সট রিড করি বা আমার ভয়েস টা থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি এইভাবে আপনাদের ওয়েব সাইটে আপলোড করা পিক ও কনটেন্ট ব্যাবহার করতে পারবো? আসলে এটা আমার আরো আগে জিগ্যেস করা উচিৎ ছিলো এর জন্য আমি ক্ষমা পার্থি।
    আমার YouTube Channel এর নাম Alfirdaws News Tv আমি আপনাদের বার্তা প্রচারের উদ্দেশ্য চ্যানেল টা ক্রিয়েট করেছি

    • ওয়া আলাইকুমুস সালাম। নাম চেঞ্জ করুন ভাই। আমাদের অফিসিয়াল নাম ব্যবহার করার অনুমতি আমরা দেই না। আপনি অন্য কোনো নাম ব্যবহার করে নিউজগুলো মৌলিক পরিবর্তন ব্যতীত প্রচার করতে পারেন ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসব কওমি মাদরাসা বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধগর্ভপাতের মাধ্যমেই পূর্ব তূর্কিস্তানে জাতিগত নিশ্চিহ্নকরণের সূচনা