ইস্রাইলের তেলআবিব ও আসকালানে আল কুদস ব্রিগেডের রকেট নিক্ষেপ

3
1991
ইস্রাইলের তেলআবিব ও আসকালানে আল কুদস ব্রিগেডের রকেট নিক্ষেপ

দখলদার ইস্রাইলী ইহুদী কর্তৃক মসজিদুল আক্বসায় মুসল্লিদের উপর আক্রমণ ও ফিলিস্তিন জুড়ে ব্যপক দমন-নিপীড়ন চালানোর জবাবে ফিলিস্তিন ভিত্তিক স্বাধীনতাকামী দল “আল কুদস ব্রিগেড” অবৈধ ইস্রাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে।

‘আল কুদস ব্রিগেড’ এর আগে এক বার্তায় স্থানীয় সময় রাত নয়টায় একচেটিয়া ইস্রাইলি বর্বর হামলার প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করেছিল।

জানা যায়, ফিলিস্তিনি প্রতিরোধকারী দলগুলো মসজিদুল আক্বসায় আক্রমণ ও শাইখ জাররায় মুসলিম বসতি উচ্ছেদের প্রতিশোধ স্বরুপ ইস্রাইলি স্থাপনা লক্ষ্য করে শতশত মিসাইল নিক্ষেপ করেছেন। এরমধ্যে আল-কায়েদার মানহাজের দল ‘জাইশুল উম্মাহ’ এর যোদ্ধারাও গত ১০ মে রাতে ৩টি ক্ষেপণাস্ত্র ও ১টি মিসাইল হামলা চালিয়েছেন।

ফিলিস্তিন ভিত্তিক সংবাদ সংস্থা কুদস নিউজ নেটওয়ার্কে প্রকাশিত এক ভিডিও রিপোর্টে দেখা যায়, ইসরাইলি সামরিক জীপ লক্ষ করে আল-কুদস ব্রিগেডের ছোঁড়া কর্ণেট মিসাইলের তেজষ্ক্রিয়তায় মুহূর্তেই জীপটি ধ্বংস হয়ে যায়।

3 মন্তব্যসমূহ

Leave a Reply to ইউসুফ প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারের হঠকারিতায় স্বপ্ন ভেঙেছে মফিদুলের মতো অনেক ব্যবসায়ীর
পরবর্তী নিবন্ধফিলিস্তিন | ইস্রাইলী বাহিনীর উপর মুজাহিদিনের মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলা