ভারতে যোগীরাজ্যে মালাউনরা ভেঙ্গে দিয়েছে শতবর্ষী পুরনো মসজিদ

1
1021
ভারতে যোগীরাজ্যে মালাউনরা ভেঙ্গে দিয়েছে শতবর্ষী পুরনো মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙ্গে দিয়েছে হিন্দুত্ববাদী যোগী  প্রশাসন। তাদের দাবি, মসজিদটি বেআইনি ছিল। প্রশাসন বলছে, স্থানীয় আদালতের নির্দেশে সোমবার রাতে তা ভেঙ্গে দেয়া হয়।

কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সুন্নি ওয়াকফ বোর্ড। তাদের দাবি, প্রশাসন বেআইনি কাজ করেছে, যারা মসজিদ ভেঙ্গেছে, তাদের শাস্তি দিতে হবে।

মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহরাহমানি বিবৃতি দিয়ে বলেছেন, ‘রাম সুনেহি ঘাট তহসিলের ১০০ বছরের পুরনো গরিব নওয়াজ মসজিদ কোনো আইনি বৈধতা ছাড়াই গত সোমবার রাতে প্রচুর পুলিশ নিয়ে প্রশাসন ভেঙ্গে দিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই মসজিদ নিয়ে কোনো বিরোধ ছিল না। এটি সুন্নি ওয়াকফ বোর্ডের তালিকায় ছিল। রাম সুনেহি ঘাটের এসডিএম মসজিদ কমিটির কাছ থেকে কাগজপত্র চেয়েছিলেন। মসজিদ কমিটি তখন এলাহাবাদ হাইকোর্টে যায়। কিন্তু কোনো নোটিশ ছাড়াই মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে।’

তার দাবি, ‘হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে এবং দোষী অফিসারদের সাসপেন্ড করতে হবে। ভেঙ্গে দেয়া মসজিদের ইট-পাথর নিয়ে যাওয়া যাবে না। সেখানে কোনো নতুন কাঠামো করা যাবে না।’

তিনি বলেছেন, ‘এখন ওই জায়গায় একটি মসজিদ তৈরি করে তা মুসলিমদের হাতে দেয়া সরকারের কর্তব্য।’

তবে জেলা প্রশাসক আদর্শ সিং জানিয়েছেন, ‘আবাসিক এলাকায় ওই মসজিদ বেআইনি ছিল।’

এক বিবৃতিতে জেলা প্রশাসক বলেছেন, “গত ১৫ মার্চ ওই মসজিদের মালিকানা সংক্রান্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা করতে বলা হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পর তারা ‘পালিয়ে যান’।”

তার দাবি, ‘রাম সুনেহি ঘাটের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে একটি মামলা দায়ের করা হয়। গত ১৭ মে তার নির্দেশ পালন করেছে প্রশাসন।’

উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড এই ঘটনার নিন্দা করে বলেছে, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুলফিকার ফারুকি বলেছেন, ‘এই মসজিদ ছিল তহসিল চত্বরের কাছে। এই মসজিদ ভাঙ্গা বেআইনি কাজ। আমরা এর প্রতিবাদ করছি। আমরা আদালতেও যাব।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, হাইকোর্ট গত ২৪ এপ্রিল জানিয়েছিল, ৩১ মে পর্যন্ত উচ্ছেদ ও ভাঙ্গার কোনো নির্দেশ কার্যকর করা যাবে না। হাইকোর্ট, জেলা কোর্ট ও নিম্ন আদালত যে নির্দেশ আগে দিয়েছে, তা পালন করা হয়নি। ৩১ মে’র আগে সেগুলো রূপায়ণ করা যাবে না। একটি জনস্বার্থ মামলার রায়ে এই কথা জানিয়েছিল হাইকোর্ট।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে ক্ষমতায় রয়েছে কেন্দ্রীয় ক্ষমতাসীন সন্ত্রাসী দল বিজেপি এবং সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা।

সূত্র : ডয়চে ভেলে

১টি মন্তব্য

Leave a Reply to মুসাফির প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের ভয়ে শহর ছেড়ে মুরতাদ বাহিনীর পলায়ন, নিহত ৬ এরও বেশি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের স্বাস্থ্যখাতে চলছে দুর্নীতির মহোৎসব