ফিলিস্তিন | পশ্চিম তীর থেকে ২৩ মুসলিমকে তুলে নিয়ে গেছে দখলদার ইসরাইল

1
1522
ফিলিস্তিন | পশ্চিম তীর থেকে ২৩ মুসলিমকে তুলে নিয়েগেছে দাখলদার ইসরাইল

দখলদার ও অভিশপ্ত ইহুদী সৈন্যরা ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে হানা দিয়ে ২৩ জন ফিলিস্তিনী মুসলিমকে ধরে নিয়ে গেছে।

ফিলিস্তিন ভিত্তিক ‘কারাবন্দী সোসাইটি’ নামক একটি সংস্থা গত ২৩ শে মে রবিবার সংস্থাটি তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে গত ২২ মে, পশ্চিম তীরে মুসলিমদের বাড়িঘরে হানা দিয়ে ২৩ জন ফিলিস্তিনী মুসলিমকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে অভিশপ্ত ইহুদী সৈন্যরা।

সংস্থাটি আরো জানায়, এপ্রিলের মাঝামাঝি থেকে গত এক সপ্তাহে দখলদার ও অভিশপ্ত ইহুদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনের পশ্চিম তীর ও মুসলিম ভূখণ্ড থেকে ১৮০০ অধিক মুসলিমকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিন ভিত্তিক ‘কারাবন্দী সোসাইটি’ আরো জানায়, কারাগারের দুরাবস্থা ও বিনাবিচারে বন্দী রাখার প্রতিবাদে দুইজন ফিলিস্তিনি টানা ১৯ দিন ইসরাইলি কারাগারে অনশন পালন করেন।

ফিলিস্তিন ভিত্তিক ‘অধিকার’ সংস্থার মতে, বর্তমানে প্রায় ৪ হাজার ৪ শত মুসলিম ইসরাইলি কারাগারে বন্দী অবস্থায় মানবেত জীবনযাপন করছেন; যাদের মধ্যে ৩৯ জন মুসলিম নারী, ১১৫ ফিলিস্তিনি শিশু ও ৩৫০ জন প্রশাসনিক বন্দী রয়েছেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | লাগমানের প্রাদেশিক রাজধানী বিজয়ের ধারপ্রান্তে তালিবান, চলছে তীব্র লড়াই
পরবর্তী নিবন্ধসম্পর্ক উন্নয়নে পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ