অর্থনীতির চরম দুরবস্থায়ও এস-৪০০ কিনতে মরিয়া ভারত

1
1170

রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে ভারত। ‘মিত্রদেশ’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই নির্ধারিত সময়েই ক্ষেপণাস্ত্রটি হাতে পেতে চায় দেশটি। অবশ্য নির্ধারিত সময়েই ভারতের হাতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়াও।

মঙ্গলবার (১ জুন) ব্রিকস’র সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের সামনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই ঘোষণা দেয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই এ ব্যবস্থা হস্তান্তর করা হবে।

সাংবাদিকদের সে বলেছে, ‘আমরা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন করিনি এবং ভারতও এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানায়, ভারতের সঙ্গে মস্কোর অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে।

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ব্রিকস গঠিত হয়েছে ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে। ২০০৬ সালের জুন মাসে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট- এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্ডার মিখাইয়েভ বলেন, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান হাতে পাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে ভারত। ২০২৫ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। ৫০০ কোটি ডলার মূল্যের এ চুক্তির মধ্যে নয়াদিল্লি ইতোমধ্যেই মস্কোকে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে।

এদিকে, করোনায় ভারতের অর্থনীতি তলানিতে পৌঁছে গেছে। অর্থের চরম দুরাবস্থার মাঝেও মালাউনরা সামরিক খাতে বিপুল অর্থ ব্যায় করছে।

১টি মন্তব্য

Leave a Reply to আব্দুল হান্নান প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-কায়েদার হামলায় নাস্তানাবুদ সোমালি গোয়েন্দা সংস্থা ‘এনআইএসএ’
পরবর্তী নিবন্ধনতুন উপনিবেশ গড়তে জয়োনিস্ট ইহুদীরা দলেদলে ফিলিস্তিনে প্রবেশ করছে