ত্বাগুত প্রশাসনের কথিত লকডাউন অমান্য করে ফেনীর সোনাগাজীতে শরীয়ত সম্মত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করায়, ভরা মজলিসে সেনাবাহিনী নিয়ে হানা দিয়ে বিয়ের আসর পণ্ড করে দিয়েছে ত্বাগুত সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, গত ৪ ঠা জুলাই রবিবার ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি বিয়ের আসরে হঠকারী ত্বাগুত প্রশাসনের এরূপ প্রহসনে এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানায়, ত্বাগুত সরকারের ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বিয়ে বাড়িতে অভিযান চালায়।
জানা যায়, বিয়ের আসরে হঠাৎই ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনীর উপস্থিতি দেখে বরযাত্রীসহ আতঙ্কিত সব অতিথিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে দেন। ত্বাগুত প্রশাসনের জেল-জরিমানা থেকে বাঁচতে আমন্ত্রিত অতিথিদের অনেকেই এ সময় পাশের বিভিন্ন বাড়ি-ঘরে গিয়ে আশ্রয় নেন।
পরে কনের বাবা ম্যাজিস্ট্রেটকে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে স্বল্প পরিসরে মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
করিম মিয়া নামে এক অতিথি বলেন,”বিয়ে বাড়িতে খাবার খেতে বসে শুনি সেনাবাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট তাণ্ডব চালাতে চলে এসেছে। ভয়ে হাত না ধুয়েই দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। অনেক মেহমান বিয়ের ভোজ না খেয়েই পালিয়ে গেছেন।”
হাহাহাহা, বাংলাদেশে ঘুষ দিলে সব চলে।🤐🤐
!!!!!!!!!!!
ঘুষ এর দেশ বাংলাদেশ!!!