তালিবানের ভয়ে ১৫৮৭ এরও বেশি কাবুল সেনা তাজিকিস্তান পালিয়েছে

17
1736
তালিবানের ভয়ে ১৫৮৭ এরও বেশি কাবুল সেনা তাজিকিস্তান পালিয়েছে

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদদের হামলার ভয়ে এক হাজারেরও বেশি মুরতাদ কাবুল সেনা সীমানা পেড়িয়ে তাজিকিস্তান পালিয়ে গেছে বলে জানা গেছে।

তাজিক রাষ্ট্রীয় গণমাধ্যম সীমান্তরক্ষীদের বরাত দিয়ে বলেছে যে, তালিবান মুজাহিদদের সাথে তীব্র সংঘর্ষের পরে আফগান বাহিনী সীমান্ত হয়ে তাজিকিস্তানে প্রবেশ করছে।

তালিবানরা বদখশানের শিকি, নাসি, মিমি, শাগান ও ইশকাশিম জেলায় আক্রমণ করার পরে রবিবার ১০৩৭ জন কাবুল সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে বলে জানা গেছে। সর্বমোট গত ৪ দিন ১৫৮৭ কাবুল সেনা সীমান্ত হয়ে তাজিকিস্তান পালিয়েছে।

তাজিকিস্তান সীমান্তের সাথে বদখশান প্রদেশটির দীর্ঘ ৯১০ কিলোমিটার সীমান্তের রয়েছে।

এই ঘটনার তিন দিন আগেও, প্রায় ৩০ কাবুল সেনা তালিবানদের হাত থেকে বাঁচাতে কুনার প্রদেশ থেকে পাকিস্তানে প্রবেশ করে।

17 মন্তব্যসমূহ

  1. আল্লাহু আকবার কাবিরা শুরু হয়েছে মুসলিমদের জয় শুরু হয়েছে তাগুত বাহিনীর পরাজয় মুসলিমদের অগ্রযাত্রার চলবেই চলবে দুনিয়ার কেউ সেই অগ্রযাত্রা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এখন তোরা তাজিকিস্তানে পালিয়ে গিয়েছে আগামীতে তাজিকিস্তান কেন পৃথিবীর কোথাও পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | শত্রু শিবিরে আল-কায়েদার একাধিক হামলা, হতাহত অনেক
পরবর্তী নিবন্ধবদখশান প্রদেশের ২৮ টি জেলা বিজয় করে নিয়েছেন তালিবান