কাশ্মীর | মালাউন বাহিনীর ট্রাকচাপায় প্রাণ গেল নিরপরাধ নারীর

6
1125
কাশ্মীর | মালাউন বাহিনীর ট্রাকচাপায় প্রাণ গেল নিরপরাধ নারীর

উত্তর কাশ্মীরের নাদিহাল এলাকায় ভারতীয় মালাউন সেনার ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক নিরপরাধ নারী।

স্থানীয় সূত্র মারফত জানা যায়, ১৪ জুলাই বুধবার নাদিহাল এলাকার বানদিপোরা-শ্রীনগর রোডে মালাউন সেনারা একটি ট্রাক বিপদজনকভাবে চালাচ্ছিল। উক্ত নারী রাস্তা পার হবার সময় মালাউনরা তাকে চাপা দেয়। সোশাল মিডিয়ায় আসা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি তাকে চাপা দিয়ে প্রায় ৮-১০ ফিট দূরত্বে হেঁচড়িয়ে নিয়ে গেছে। অসহায় নারীর রক্তে রঞ্জিত হয়ে গেছে ট্রাকের চাকা ও পিচঢালা রাস্তা।

আজ মুসলিম বলে এই নারী উপযুক্ত বিচার পাবেন না। এইতো ৪-৫ দিন আগেও একইভাবে আরেকজন নারীকে একই কায়দায় হত্যা করা হয়েছিল। মালাউন পুলিশ লোক দেখানোর জন্য আপাতত একটি কেস রেজিস্টার করে ট্রাকটি সিজ করেছে।

6 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটে সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
পরবর্তী নিবন্ধসিরিয়া | নুসাইরি ও রাশিয়ান সেনাদের উপর আনসার আল ইসলামের হামলা