আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের দান্দ-পাটান জেলা বিজয়কালে প্রায় ৩৬২ জন কাবুল সরকারী সেনা তালিবান মুজাহিদদের সাথে যোগ দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালিবান মুজাহিদিন কর্তৃক দন্দ পাটান জেলা বিজয়ের পরে জেলাটি হতে কমপক্ষে ৩৬২ জন কাবুল সরকারী সেনা “সাধারণ ক্ষমা”র আওতায় তালিবান মুজাহিদিনের কাছে আত্মসমর্পণ করেছে। এসময় সেনারা তালিবান মুজাহিদিন, দেশ ও এই দেশের জনগনের বিরুদ্ধে লড়াই করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এটি উল্লেখ করা উচিত যে, এক মাস আগে তালিবান মুজাহিদিন পাকতিয়া প্রদেশের নয়টি জেলা দখল করে নিয়েছিলেন। মুরতাদ কাবুল সরকারী বাহিনীর বারবার হামলা সত্ত্বেও মুজাহিদগণ এখনও এই জেলাগুলি ধরে রাখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ্।
আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ।
ان تنصر الله ينصركم যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য কর তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন।