পাকিস্তান | মুরতাদ সেনাদের উপর পাক-তালিবানের হামলা, নিহত ৪

0
817
পাকিস্তান | মুরতাদ সেনাদের উপর পাক-তালিবানের হামলা, নিহত ৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির মুরতাদ সেনাবাহিনীকে টার্গেট করে দুটি বোমা বিস্ফোরণ করেছেন পাক-তালিবান (টিটিপি)। এতে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (১২ আগস্ট) পাকিস্তানের উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানী মুরতাদ সেনাবাহিনীর সদস্যদের উপর দুটি ভিন্ন বোমা হামলা চালানো হয়েছে।

সূত্র জানায়, জেলাটির গারিওম সীমান্তের ডাকি গ্রামে পাকিস্তানি সেনা সদস্যরা টহলরত একটি পদাতিক দল মুজাহিদদের রিমোট-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের শিকার হয়, এতে ঘটনাস্থলেই এক সেনা কর্মকর্তা নিহত হয়।

এরপর বিস্ফোরণে নিহত সেনার লাশ সংগ্রহের জন্য ঘটনাস্থলে আরো একটি সৈন্য দল আসে, যেখানে মুজাহিদদের অন্য একটি রিমোট-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের শিকার হয় নতুন এই সেনা দলটিও। যার ফলে ঘটনাস্থলে আরও ৩ মুরতাদ সেনা সদস্য নিহত হয়।

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে বরকতময় এই হামলার সংবাদটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | সেনা পোস্টে পাক-তালিবানের হামলা; নিহত ৩, বেশ কিছু সেনা আহত
পরবর্তী নিবন্ধখোরাসান | ঐতিহাসিক হেরাত প্রদেশ বিজয় করে নিয়েছেন তালিবান, পালিয়েছে কমান্ডার ইসমাইল খান