ভারতের মধ্যপ্রদেশে তুচ্ছ অজুহাতে এক মুসলিমকে আক্রমণ

0
747
ভারতের মধ্যপ্রদেশে তুচ্ছ অজুহাতে এক মুসলিমকে আক্রমণ

ভারতের মধ্যপ্রদেশে জহির খান নামে এক ৪৫ বছর বয়সী মুসলিমকে নির্মমভাবে আক্রমণ করেছে দুই মালাউন হিন্দু। আধার কার্ড নামক পরিচয়পত্র না দেখানোর অভিযোগে তারা জহির খানকে মারধর করে। তারা তাকে লাঠি ও বেল্ট দিয়ে আঘাত করে। এতে তার হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা যায়।

জহির খান রাস্তায় টোস্ট বিক্রি করছিলেন এমন সময় দুজন মালাউন হিন্দু এসে তার নাম জিজ্ঞাসা করে। তিনি তাদের নাম বললেন। এরপর তারা তাকে আধার কার্ড দেখাতে বলে। জহির খান তাদের বলেছিল যে আধার কার্ডটি তার সাথে নেই। আধার কার্ড না পাওয়ার তুচ্ছ অজুহাতে তারা তাকে মারধর শুরু করে দেয়। তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। শেষে মালাওন হিন্দুরা তাকে গ্রামে যেতে মানা করে দেয়।

উল্লেখ্য আধার পত্র বা আধার কার্ড হল ভারত সরকার দ্বারা প্রদত্ত্ব প্রত্যেক ভারতীয় নাগরিক এর জন্য একটি বিশেষ নম্বর যুক্ত পরিচয় পত্র। এটি একটি ঐচ্ছিক বিষয়। কেউ ইচ্ছা করলে নিজেকে নথিভুক্ত করতে পারেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || আগস্ট ৪র্থ সপ্তাহ, ২০২১ঈসায়ী
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে টিকা গ্রহীতা নারীর মৃত্যু