![পাকিস্তান | সেনাদের টহলদলে টিটিপির হামলা, নিহত দুই, আহত আরও এক পাকিস্তান | সেনাদের টহলদলে টিটিপির হামলা, নিহত দুই, আহত আরও এক](https://i2.wp.com/i.ibb.co/Ld7TnZ4/IMG-20210807-001046-569.jpg?w=696&resize=696,0&ssl=1)
পাকিস্তানের বাজোর এজেন্সীতে দেশটির মুরতাদ সেনাদের একটি টহলদলে হামলার ঘটনায় ৩ সেনা হতাহত হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর বুধবার রাতে, বাজোর এজেন্সির লোই মামুন্দ সীমান্তের কিট-কোট এলাকায় মুরতাদ সেনাবাহিনীর একটি টহলদলের উপর ভারী হামলা চালানোর ঘটনা ঘটেছে। যাতে ২ মুরতাদ সেনা নিহত এবং অপর এক সেনা সদস্য আহত হয়েছে।
হামলার পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র- মোহাম্মদ খোরাসানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।