ফিলিস্তিন | স্কুল গুড়িয়ে দিয়ে শিক্ষককে এলাকা ছাড়ার নির্দেশ আগ্রাসী ইসরাইলের

1
540
ফিলিস্তিন | স্কুল গুড়িয়ে দিয়ে শিক্ষককে এলাকা ছাড়ার নির্দেশ আগ্রাসী ইসরাইলের

ফিলিস্তিনের পশ্চিম তীরে, জর্ডান উপত্যকায় একটি স্কুল ও ক্লিনিক গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল সেনাবাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতো ২৫ অক্টোবর উক্ত এলাকায় অভিযান চালায় সন্ত্রাসী ইসরাইল সেনাবাহিনী। এ সময় অনুমতি ছাড়া ভবন নির্মান করার অযুহাতে এলাকায় অবস্থিত আল-মালিহ নামক একটি স্কুলের ভবন পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও উক্ত স্থানের একটি ক্লিনিক ও স্কুলের একটি দেয়াল গুড়িয়ে দেয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহেই এই স্কুলের প্রধান শিক্ষককে দশ দিনের জন্য এলাকা থেকে বহিষ্কার আদেশ জারি করে ইসরাইল সেনাবাহিনী।

অনেকদিন আগে থেকেই এ এলাকায় ইসরাইলি সেনাবাহিনী একটি চেকপোস্ট স্থাপন করে, এরপর থেকেই অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশে বাধা দিয়ে আসছিল বর্বর ইসরাইলের সেনাবাহিনী।

জর্ডান উপত্যকা ফিলিস্তিনের উর্বর, বিস্তৃত একটি এলাকা, যা পশ্চিম তীরের এক চতুর্থাংশ। কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। অবৈধ দখলদার ইসরাইল পুরোপুরি নিজেদের দখলে নিতে চাচ্ছে এলাকাটি। আর এজন্যই এ এলাকায় দমন-পীড়ন চালাচ্ছে ইহুদিরা।

সূত্র :(১) Israeli army dismantles fabricated school rooms in Jordan Valley-https://tinyurl.com/j4b7b478

(2)Israel target the Jordan valley
https://youtu.be/enRf5jUDvBM

১টি মন্তব্য

Leave a Reply to ইয়াজিদ প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ ভারতে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
পরবর্তী নিবন্ধফিলিস্তিন | নির্যাতনের কিছু খন্ড চিত্র