ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রয়াত আমিরুল মু’মিনিন মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ রহিমাহুল্লাহ্’র ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব হাফিজাহুল্লাহ্ প্রথমবারের মতো একটি ভিডিওতে উপস্থিত হয়েছেন।
সাম্প্রতিক ঐ ভিডিওটিতে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব হাফিজাহুল্লাহ্ আফগান ব্যবসায়ী ও চিকিৎসকদের আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে এবং নিজ দেশে থেকে জনগণের পাশে দাড়াতে বলেছেন। একটি হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আফগান বিনিয়োগকারীরা তাদের দেশে স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করলে তাদের চিকিৎসার জন্য প্রতিবেশী বা অন্য কোন দেশে যেতে হবে না।
উল্লেখ্য যে, এটি তালিবানদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব হাফিজাহুল্লাহ্’র প্রথম ভিডিও। যার মাধ্যমে তিনি প্রথমবারের মাত প্রকাশ্যে মিডিয়ার সামনে হাজির হয়েছেন।