মধ্য আফ্রিকায় জাতিসংঘের মিসরিয় সৈন্যদের উপর হামলা, হতাহত ১০ সৈন্য

0
860
মধ্য আফ্রিকায় জাতিসংঘের মিসরিয় সৈন্যদের উপর হামলা, হতাহত ১০ সৈন্য

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দেশটির কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিসরিয় জাতিসংঘের কথিত শান্তিরক্ষী বাহিনীর উপর গুলি চালিয়েছে বলে জানা গেছে।

দেশটিতে জাতিসংঘের মিশন “মিনুসকার” দেওয়া এক বিবৃতি অনুসারে, রাজধানী বাঙ্গুইতে সেদেশের রাষ্ট্রপতির প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা জাতিসংঘের “মিনুসকা” বাহিনীর সদস্যসদের বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়েছে। গত ৩ নভেম্বর বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের ১২০ মিটারের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।

MINUSCA এক বিবৃতিতে এই হামলাকে “ইচ্ছাকৃত এবং বর্ণনাতীতভাবে ভয়ঙ্কর” বলে বর্ণনা করেছে। হামলায় মিশরের কথিত শান্তিরক্ষী বাহিনীর ১০ সদস্য হতাহত হয়েছে।

সম্প্রতি দেশটিতে জাতিসংঘের কথিত শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা বেড়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কয়েক সপ্তাহ আগে এক বিবৃতিতে জাতিসংঘের সামরিক বাহিনীর উপর এধরণের হামলার নিন্দা জানিয়ছিল এবং বলেছিল যে, হামলাগুলি অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছেছে।

এনিয়ে গত ৪ মাসে, মধ্য আফ্রিকায় জাতিসংঘের কথিত শান্তিরক্ষী নামক অশান্তির ময়দান প্রস্তুতকারী সামরিক বাহিনীর উপর কমপক্ষে ১৮ টি হামলা চালিয়েছে সরকারি সেনারা। যাতে জাতিসংঘের বেশ কিছু সন্ত্রাসী সৈন্য হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাদ্দার গোয়েন্দা সদস্যকে গুলি করে হত্যা করল পাক-তালিবান
পরবর্তী নিবন্ধসীমান্তে বিএসএফের হত্যাযজ্ঞ : আগ্রাসী ভারতের প্রকৃত চেহারা!