বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী দালাল হাসিনা গত বছর সারা দেশ জুড়ে ঘটা করে মডেল মসজিদ নির্মাণের উদ্বোধন করেছিল। ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বরূপ তার ভাষায় ‘ইসলামের প্রকৃত বাণী’ তুলে ধরতে সে এই প্রকল্প হাতে নিয়েছিল।
তবে দালাল হাসিনার দুর্নীতিবাজ প্রশাসনের চুরি আর অনিয়মের কালো তালিকা থেকে বাদ যায়নি এই মসজিদগুলোও।
দুর্বল সামগ্রি ব্যবহার ও ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্য নেত্রকোনার বারহাট্টায় নির্মাণাধীন মডেল মসজিদ ভবনের একটি অংশ ধসে পড়ে গত রবিবার ৩০ জানুয়ারি তারিখে।
এবার আল্লাহ্র ঘর মজসিদকেও এসব দুর্নীতিবাজ ও দলকানা প্রশাসন আর ঠিকাদারদের কুকর্মের বলি হতে হল।
আজ ২ ফেব্রুয়ারী আবার হাসিনার তাবেদার প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে হাসিনার দলীয় ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্যদের বাঁচাতে দায়সারা কথাবার্তা বলে চলে এসেছে, এক তদন্ত কমিটি গঠনের ঠুনকো আশ্বাস ছাড়া কার্যকর কোন কিছুরই ইঙ্গিত মিলেনি তাদের কথায়।
এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, বরাবরের মতোই ঐ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হবে না।
আল্লাহ্র ঘর মসজিদ ভেঙ্গে পড়ার ঘটনাও এসব ইসলাম বিমুখ দুর্নীতিবাজদের বিবেকে কোন অনুরন তুলতে পারে না। এদের কাছ থেকে তাই এদেশের ইসলামপ্রিয় জনতা কোন ধরণের অনাগত ভবিষ্যতের বিপদের মুখে কোন ধরণের সহায়তা আশা করতে পারে কি না – এই প্রশ্ন রেখেছে সচেতন মুসলিম সমাজ।
তথ্যসূত্র :
১। ধসে পড়া মসজিদ পরিদর্শনে প্রকল্প পরিচালক, তদন্ত কমিটি গঠন
https://tinyurl.com/56bktrkh