ফটো রিপোর্ট | ভারতের কর্ণাটকের শিমোগা শহরে হিন্দুত্ববাদী গুন্ডারা ২দিন ধরে মুসলিমদের উপর হামলা চালিয়ে যাচ্ছে

মাহমুদ উল্লাহ্‌

0
1857
ফটো রিপোর্ট | ভারতের কর্ণাটকের শিমোগা শহরে হিন্দুত্ববাদী গুন্ডারা ২দিন ধরে মুসলিমদের উপর হামলা চালিয়ে যাচ্ছে

হিজাব নিয়ে মুসলিমদের অনড় অবস্থান ও আন্দোলনের প্রেক্ষিতে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদ্রাসা ও কবরস্তানে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিচ্ছে হিন্দুত্ববাদীরা।

বিজেপির মুসলিম বিদ্বেষী নেতা ঈশ্বরাপ্পা বজরং দলের এক সদস্যের মৃত্যু দায়ভার ভিত্তিহীনভাবে গায়ের জোরে মুসলিমদের উপর চাপিয়ে উক্ত ঘটনার রাজনীতিকরণ করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কে দিয়েছে। এর পরেই মূলত কর্ণাটকের শিমোগা শহরে ও বিভিন্ন স্থানে মুসলিম-বিরোধী ক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। উগ্র হিন্দুত্ববাদী গুন্ডারা নিরপরাধ মুসলমানদের টার্গেট করে হামলা চালাতে শুরু করে। এখন পর্যন্ত অনেক মুসলিমের ঘরবাড়ি, ব্যবস্যা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসার উপর হামলা করেছে।

ভিডিওতে দেখা গেছে, সাথে পুলিশ থাকলেও হামলা করা থেকে বারণ করেনি। কর্ণাটকের হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন বজরং দলকে মুসলিমদের উপর হামলা চালাতে সহায়তা করেছে।
বজরং দলের সন্ত্রাসীরা এক মুসলিম ট্রাক ডাইভারকে রাস্তায় পেয়ে মারধর করে রক্তাক্ত করে দিয়েছে। এমনকি যে মুসলিমকেই সামনে পেয়েছে তার উপরই হামলে পড়ছে।

ভারতে ব্যাপক ভিত্তিক মুসলিম নিধনযজ্ঞ কি তাহলে শুরুই করে দিল হিন্দুরা? – এমন প্রশ্ন এখন করছেন খোদ বিশ্লেষকরা।

তবে সেটা শুরু হতে যে খুব বেশি বাকি নেই, এব্যপারে সকলেই একমত।

নীচে মুসলিমদের উপর ও তাদের বিভিন্ন স্থাপনার উপর উগ্র হিন্দুদের হামলার কিছু দৃশ্য ও তথ্যসূত্রের লিংক থেকে ভিডিও দেখুন –

 

তথ্যসূত্র:

১। মুসলিমদের ব্যবস্যা প্রতিষ্ঠানে,বাড়িতে হামলা
https://tinyurl.com/2p8r8j5b
https://tinyurl.com/2p8zncy2
https://tinyurl.com/46pwfer9
https://tinyurl.com/2p8byh5e
https://tinyurl.com/2ummjp29
https://tinyurl.com/mr2sy6uh
https://tinyurl.com/msjdf98r
https://twitter.com/i/status/1495724698944294914
https://twitter.com/i/status/1495715897218310149
https://twitter.com/i/status/1495762342012981250
https://twitter.com/i/status/1495776679746482177
https://twitter.com/i/status/1495845213134536705

২। মুসলিম ড্রাইভারের ভিডিও
https://twitter.com/i/status/1495923531598942209

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাজিপোরা গণধর্ষণ : কাশ্মীরে হিন্দুত্ববাদী আগ্রাসনের নিকষ কালো অধ্যায়
পরবর্তী নিবন্ধচট্রগ্রামে ২১শে বই মেলায় নিষিদ্ধ ইসলামি বই