আবারো পিটিয়ে মুসলিম খুন : আবারো স্পটলাইটে ‘কথিত গোরক্ষা ইস্যু’

মাহমুদ উল্লাহ্‌

0
991
আবার সামনে এলো ‘কথিত গোরক্ষকদের হাতে মুসলিম খুনের’ ইস্যু

ভারতে মুসলিম নিধনযজ্ঞ শুরু করতে যেন আর তর সইছে না উগ্র হিন্দুদের। একের পর এক ইস্যু দাড় করিয়ে তারা হয়তো দ্রুত সময়ের মধ্যেই মুসলিম গণহত্যা শুরু করে দিতে চাইছে। হিজাব ইস্যুে রেশ না কাটতেই এখন তাই আবার সামনে এসেছে গো-রক্ষার নামে পিটিয়ে মুসলিম হত্যার পুরানো ইস্যু।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, খলিল আলম নামে এক মুসলিম তরুণকে গোরক্ষকরা পিটিয়ে খুন করে। পরে তার দেহটি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করে ঐ বর্বর হিন্দু সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত দেহটি বুড়িগন্ডক নদীর তীরে পুঁতে দেয় উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা। তার লাশের উপর লবন ছিটিয়ে দিয়েছে, যেন ত্রুত পঁচে যায়।

ভারতে এখন যেন এমনই শস্তা হয়ে গেছে মুসলিমদের জীবন!

জানা গিয়েছে, খলিল আলম বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। কয়েকদিন ধরে এক ব্যক্তি খলিলের মোবাইলে ফোন করে তাঁর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই ব্যক্তি জানান, খলিল তাঁর থেকে ৫ লক্ষ টাকা ধার করেছে। ওই টাকা শোধ না করলে খলিলের কিডনি বিক্রি করে সে টাকা তুলবে।

কিন্তু এরই মধ্যে সামনে আসে আরও একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, খলিল হাতজোড় করে গোরক্ষকদের কাছে ক্ষমা চাইছেন। গোরক্ষকরা খলিলের কাছে জানতে চাইছে, – ‘তারা কোথায় গো-হত্যা করে? গো-হত্যার সঙ্গে কারা জড়িত? তোদের কোরআন কি গোমাংস খেতে বলেছে?’ ইত্যাদি নানা অবান্তর প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে গোরক্ষকদের অশালীন ভাষা ব্যবহার করতেও দেখা গেছে। ইতিমধ্যেই ওই ভিডিও নিয়ে মানুষের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

বিগত কয়েক বছর আগে গোমাংস রাখার অজুহাতে উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী গোরক্ষকরা পিটিয়ে খুন করেছিল আখলাক আহমেদকে। সেই খুনের এখনো বিচার হয়নি আর হবারও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। মুসলিমদের উপর জুলুম-নিপীড়নের বিচার না করে হিন্দুত্ববাদীদের অভয় দেওয়ার যে সংস্কৃতি চালু হয়েছে, তার ফলে একই জুলুমেরর পুনরাবৃত্তি হল এবার বিহারে।

একে একে নামাজে বাধা, গণহত্যার আহ্বান, হিজাব বিতর্ক ও হিজাব ইস্যু নিয়ে হামলা-আক্রমনের পর এখন আবার গো-রক্ষার ইস্যু সামনে মুসলিমদের উপর চরান্ত গণহত্যা চালানোর তোড়জোড় শুরু করেছে হিন্দু সন্ত্রাসীরা। অবস্থাদৃষ্টে তাই মুসলিমদেরকে নিজের প্রতিরক্ষা নিশ্চিত করতে জোড় তাগিদ দিয়ে যাচ্ছেন হকপন্থী উলামায়ে কেরাম।

তথ্যসূত্র:

১। Bihar: তরুণকে পিটিয়ে খুন, অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে
https://tinyurl.com/2p8fvtx2
https://tinyurl.com/mwtjsp3c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএফ সি বার্সেলোনা : ফুটবলের আড়ালে সহজগ্রাহ্য করছে বিকৃত যৌনতা
পরবর্তী নিবন্ধফিলিস্তিন বলতে কোন রাষ্ট্র থাকবে না : দাবি ইসরাইলের