বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর উপর এক হামলার ঘটনায় কমপক্ষে ৫ সেনা নিহত এবং ১৭ সেনা আহত হয়েছে।
স্থানীয় সূত্র মতে, গত ২১ মে ভোর ৫ টার দিকে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলিয় বুরজাঙ্গা এলাকায় একটি হামলার ঘটনা ঘটেছে। যা ঐ অঞ্চলে অবস্থিত দেশটির গাদ্দার সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে।
সূত্র মতে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এর বীর যোদ্ধারা এই হামলাটি চালিয়েছেন। তাঁরা প্রথমে সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণের মাধ্যমে সেনাদেরকে বিভ্রান্ত করেন। এরপর প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটিতে প্রবেশ করে ভারী অস্ত্র শস্ত্র দ্বারা হামলা চালাতে থাকেন।
প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আঘাতে সামরিক বাহিনীর কমপক্ষে ৫ সেনা নিহত এবং আরও ১৭ সেনা আহত হয়। সেই সাথে ঘাঁটিতে থাকা অসংখ্য সামরিক সরঞ্জাম ধ্বংস করেন মুজাহিদগণ।