আসামের গুয়াহাটিতে প্রকাশ গগৈ নামে এক হিন্দুত্ববাদী উবার চালক গত শনিবার লোহার রড দিয়ে এক মুসলিম সাংবাদিককে মারধর করে। মুসলিম সাংবাদিকের নাম মোহাম্মদ আবুজার চৌধুরী।
তিনি বলেন “উবার চালক খুব আক্রমণাত্মক ছিল। সে আমাদেরকে মুসলিম বিদ্বেষ থেকে গালিগালাজ করে এবং কয়েকবার আমাকে ‘বাংলাদেশী’ বলে ডাকে। এমনকি সে তার গাড়ি আমার ওপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।”
আবুজারের সাথে ভ্রমণকারী অপর এক সাংবাদিক টুইট করেছেন,“আমরা গুয়াহাটিতে কামাখ্যার জন্য একটি উবার বুক করেছিলাম। অনলাইনে পেমেন্ট ছিল কিন্তু সে নগদ চেয়েছিল। এরপর সে আক্রমণাত্মক হয়ে মোহাম্মদ আবুজার চৌধুরীকে রড দিয়ে মারধর করে। আমরা অভিযোগ দায়ের করার কথা বললে সে তার গাড়ি নিয়ে আমার সহকর্মীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। সে আমাদের বাংলাদেশী বলে গালি দিতে থাকে।”
তথ্যসূত্র:
——
1. Uber driver who assaulted Muslim journalist in Assam
https://tinyurl.com/m7f7bs7t