মাতাবান উপকণ্ঠে হামলা তীব্র করছে আশ-শাবাব: পিছু হটছে শত্রু বাহিনী

আলী হাসনাত

0
350

মধ্য সোমালিয়ার হিরান অঞ্চল থেকে পাওয়া খবরে বলা হয়েছে, জালাজদুদ অঞ্চলের কাছে একটি জেলায় ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এতে বহু সংখ্যক সোমালি গাদ্দার সেনা নিহত এবং আহত হয়েছে।

আঞ্চলিক সূত্র জানায়, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব যোদ্ধারা সোমালিয়ার গুরি এবং মাতাবান জেলার মধ্যবর্তী এলাকায় জালমাদাক প্রশাসনের গাদ্দার মিলিশিয়াদের স্থাপিত একাধিক চেকপয়েন্টে হামলা চালাতে শুরু করেছেন। গতকাল ১৪ জুন সকাল থেকেই এলাকাটিতে থেমে থেমে উভয় বাহিনীর মাঝে তীব্র সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন যে, তারা উভয় পক্ষের থেকেই তীব্র বন্দুকযুদ্ধ এবং কামান বিনিময়ের শব্দ শুনেছেন। তবে এক্ষেত্রে এগিয়ে আছে আশ-শাবাব যোদ্ধারা। তাঁরা কারান জেলার বুলো মাহা এলাকা পর্যন্ত সেনাদেরকে পিছু হটতে বাধ্য করেছেন। যেখানে আশ-শাবাব যোদ্ধারা বহু সংখ্যক ডিএফ সৈন্যকে গুলি করে হত্যা করেছেন, বাকিরা পালিয়ে গেছে।

সূত্র জানায়, এদিন মধ্য শাবেলি রাজ্যের বালাদ জেলা সদরের প্রবেশদ্বারেও একটি বিস্ফোরণ ঘটান মুজাহিদগণ। এতে বেশ কিছু সেনা হতাহত হয়। তবে সামরিক সূত্র জানায়, এখানে তাদের এক সৈনিক আহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে বিশ্ব নবী মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা : প্রতিবাদ করায় গ্রেপ্তার জাভেদ মুহাম্মাদ
পরবর্তী নিবন্ধটোগোতে আল-কায়েদার হামলার ফলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার