১৪ বছর বয়সী মুদাসসির আলম, যিনি ১০ জুন ঝাড়খণ্ডের রাঁচি শহরে অনুষ্ঠিত বিক্ষোভের সময় শহীদ হন। তিনি প্রথম বিভাগে ১০ তম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি পরীক্ষায় ৬৬.৬ শতাংশ নম্বর পেয়েছিলেন, যার ফলাফল তার মৃত্যুর ১১ দিন পরে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল ঘোষণা করে।
তাকে একটি মন্দিরের সামনে গুলি করে হত্যা করা হয় যখন সে ইসলামের প্রশংসা করে স্লোগান দিচ্ছিল।
আঞ্চলিক সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় শুক্রবারের নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে নামেন নবী প্রেমী মুসলিমরা। বিক্ষোভ চলাকালেই অন্তত দুই মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়। নিহত দুইজনের একজন হলেন মুদাসসির।
১০ দিনের বেশি সময় পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হিন্দুত্ববাদী পুলিশ। মৃতদের পরিবারের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও তারা এফআইআরও নথিভুক্ত করেনি।
যে মুদাসসির ও সাহিলকে হিন্দুত্ববাদীরা গুলি করেছে খুন করেছে তাদের বয়স মাত্র ১৪ বছর। যারা এখনো কিশোর। মেধাবী ছাত্র। তাদেরকে বিনা অপরাধে গুলি করেছে, যা তাদের কথিত আইনেও নিষিদ্ধ। কিন্তু মুসলিমদের বেলায় হিন্দুত্ববাদীরা কোন আইনের তোয়াক্কা করে না।
তথ্যসূত্র:
——–
1. Mudassir, who was shot dead in Ranchi protest, gets first division in his 10th class exams
– https://tinyurl.com/5dfwa4vs