টিটিপিতে এবার যুক্ত হলো বেলুচিস্তান ভিত্তিক একটি স্বাধীনতাকামী দল

3
1421

পাকিস্তান নিয়ন্ত্রিত বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় একটি স্বাধীনতাকামী দল প্রতিরোধ বাহিনী টিটিপিতে যোগ দিয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সূত্রের খবরে বলা হয়েছে যে, গত ২৪ জুন পাকিস্তান নিয়ন্ত্রণাধীন বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় একটি দল টিটিপিতে যোগ দিয়েছে। দলটি বেলুচিস্তানের নোশকা অঞ্চলে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি স্বাধীনতাকামী এই দলটি আসলাম বেলুচির নেতৃত্বে ইসলামি প্রতিরোধ বাহিনী টিটিপিতে যোগ দিয়েছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিশ্চিত করেছে যে, দলটি “টিটিপির নেতৃত্বের কাছে হিজরত ও জিহাদের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। এবং এই অঙ্গীকার করেছে যে,’ টিটিপির ঐসমস্ত সকল নীতি মেনে চলব, যা শরীয়াহ্ বিরোধী নয়। সেই সাথে টিটিপির অধীনে পাকিস্তানের ইসলাম বিরোধী গাদ্দার সামরিক বাহিনীর বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব। আর আমরা চেষ্টা করব বেলুচ ভূমিকে এই ধর্মদ্রোহী সামরিক বাহিনীর হাত থেকে মুক্ত করতে।”

বিশ্লেষকরা মনে করেন, স্বাধীনতাকামী এই দলটির টিটিপিতে অংশগ্রহণে বেলুচিস্তানে টিটিপির কার্যকারিতা আরও কয়েকগুণ বাড়বে।

3 মন্তব্যসমূহ

  1. আমার মনেহয় এরা বেলুচ লিবারেশন ফ্রন্ট
    এর শাখা ছিল ভালো ভাবে লিডদেয়নাই তাই এখন ভালো মাপের স্বাধীনতা যুদ্ধের
    জন্য ভালো মানের নেতৃত্বের হাতে বাইআত
    নিয়ে যুদ্ধ চালিয়েই যাবে ইনশাআল্লাহ।
    আরো অনেক ছোট ছোট খন্ড খন্ড দল আছে যারা খুব শক্তিশালী হয়ে উঠতে পারেনি, তিতিপি এর ভাই গমের দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে দাওয়াতের মাধ্যমে
    দল বড় করার জন্য

Leave a Reply to abuobida প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনিনে ফের আল-কায়েদা প্রতিরোধ যোদ্ধাদের হামলা : নিহত ৩ পুলিশ সদস্য
পরবর্তী নিবন্ধব্রেকিং নিউজ | ভারতে শাতেমে রাসূলের উচিত শিক্ষা দিয়েছেন নবী প্রেমিক দুই মুসলিম যুবক আলহামদুলিল্লাহ